ক্রিয়েটিনিন কি?Serum creatinine স্বাভাবিক মাত্রা কত?
ক্রিয়েটিনিন কি?Serum creatinine স্বাভাবিক মাত্রা কত?
ক্রিয়েটিনিন হলো এক ধরনের বর্জ্য যেটি মাংসপেশীর কোষ ভেঙে তৈরি হয়। যখন ক্রিয়েটিনিন উৎপন্ন হয় তখন রক্তের সঙ্গে মিশে যায়। পরে রক্ত যখন কিডনির ভেতর দিয়ে প্রবাহিত হয় তখন কিডনি এই রক্ত ছেঁকে ক্রিয়েটিনিন প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। তাই রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা নির্ণয় করলে বোঝা যায় কিডনি কতখানি কর্মক্ষম আছে। ক্রিয়েটিনিনের মাত্রা নির্দিষ্ট লেভেলের উপরে হলেই বোঝা যায় তার কিডনি সমস্যা হয়েছে। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখার বেশ কিছু উপায় আছে।
রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক মাত্রা
মানবদেহে মাংসপেশীর বিপাক কর্ম বা মেটাবলিজমের কারণে উৎপন্ন বর্জ্য পদার্থ হল ক্রিয়েটিনিন যা ক্রিয়েটিন থেকে উৎপন্ন হয় এবং রক্তের মাধ্যমে কিডনিতে পৌঁছায়। মাংসপেশিতে শক্তি উৎপাদনের ক্ষেত্রে ক্রিয়েটিনিন একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিদিন গড়ে ২% ক্রিয়েটিন বিপাকের ফলে ক্রিয়েটিনিনে পরিণত হয়।
স্বাভাবিক নারীদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা থাকে ০.৫ - ১.১ মিলিগ্রাম
স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রতি ডেসিলিটার রক্তের মান ০.৬-১.২ মিলিগ্রাম
একটা কিডনি যাদের নেই তাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের মাত্রা প্রতি লিটার রক্তে ১.৮ মিলিগ্রাম পর্যন্ত স্বাভাবিক
কিশোরদের ক্ষেত্রে প্রতি ডেসিলিটার রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ০.৫ - ১.০ মিলিগ্রাম
শিশুদের ক্ষেত্রে রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা ০.৩ - ০.৭ মিলিগ্রাম/ ডিএল
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে রক্তে ক্রিয়েটিনিন ৫.০ মিলিগ্রাম/ ডেসিলিটারের চেয়ে বেশি হলে কিডনি ড্যামেজ হয়েছে বোঝা যায়
প্রতি মিনিটে কিডনি যতটা রক্ত থেকে ক্রিয়েটিনিন বের করে দিতে পারে সেটাই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স রেট। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের ক্ষেত্রে এই হার ১২৫ মি.লি। বয়স, লিঙ্গ ও শরীরের আকৃতির উপর নির্ভর করে এই হার।
Follow our Facebook page : Click our Facebook Chanel
Follow our Instagram page : Click our Instagram Chanel
Follow our website page :Click our website link
Click on this youtube link for watching this video
Comments
Post a Comment