What is PCOD or PCOS? Causes , Symptom & Treatment
PCOD or PCOS full form-Poly Cystic Ovarian Syndrome.
PCOS is a hormonal disorder . যখন আমাদের শরীরে ovulation ঠিকমতো হয়না। Overy থেকে Egg release হয়না। This problem is called PCOD OR PCOS.
What is Ovolution ?
আমাদের Female body তে দুটো overy থাকে। তার থেকে প্রতিমাসে একটি ডিম্বাণু mature হয়ে release হয়। এই process কে ovulation বলে।
এই Mature ডিম্বাণুটি যদি শুক্রাণু দ্বারা Fertilize হয়,তাহলে pregnancy চলে আসে। আর যদি ওই mature ডিম্বাণুটি female body থেকে বেরিয়ে যায় periods এর আকারে কিন্তু যাদের PCOS বা PCOD থাকে তাদের normal female hormone শরীরে produce হয়না।
Estrogen, Progesterone, FSH ও LH hormone produce হয়না। পরিবর্তে male hormone বেশি পরিমাণে produce হতে শুরু করে। অর্থ্যাৎ Androgen হরমোন খুব বেশি বের হয়। যার ফলে overy তে ডিম্বাণু mature হতে পারেনা। কারণ Egg Mature করে উপরের যে female hormone ( Estrogen, progesterone, FSH ও LH) দরকার তা produce ই হয়না। Egg release না হলে শরীরের অনেক hormonal imbalance দেখা যায়।
- এটা 15-44 age -এর female দের মধ্যে দেখা যায়। 20% Female population এর এই PCOD/PCOS problem দেখা যায়।
Symptoms Of PCOD
1. Irregular periods
2. Long term period after a long gape
3. B.P বেড়ে যায়
4. Diabetes হতে পারে
5. Conceive করতে problem হতে পারে.
6. Facial hair
7. Acne
8. Dark patches in body & neck
9. Hair problem
Causes
- Genetic
- Poor lifestyle
- Poor diet
- Obesity or overweight
PCOD থাকলে কী major problem হয় body তে?
Pancreas বলে আমাদের শরীরে যে অঙ্গঁ থাকে তার থেকে Insulin হরমোন বের হয়ে যায়, pancreas Insulin তৈরী করে।
আমরা যখনই খাবার খাই, তখন খাবার আমাদের শরীরে glucose এ পরিণত হয় ও আমাদের শরীরের বিভিন্ন blood cell এ সেই glucose ছড়িয়ে পড়ে .& glucose energy তে convert হয়। Insulin hormone আমাদের শরীরের glucose কে maintain করে।Insulin glucose কে নিয়ে আমাদের body blood cell এ transfer করে ও glucose আমাদের blood cell এ energy তে convert হয়। যদি Insulin Body তে কাজ না করে, glucose blood এর মধ্যে ঘুরতে থাকে কিন্তু energy তে convert হতে পারেনা, cell এর মধ্যে use হতে পারে না। এতে আমাদের body তে blood glucose levels বেড়ে যায়। তখন আমাদের শরীরে এই glucose এর level কম করার জন্য Insulin আরও বেশি করে produce হয়। কিন্তু কোনভাবেই Insulin এর কাযকারিতা শুরু হয়না। এর ফলে Male Hormone- Androgen এর production বেশি হয়। for PCOD Female Hormone কম বের হয় তাই Egg Mature হয় না। & Irregular Periods, Facial Hair, Acne, Snoring । B. P, Sugar,Anxiety, Depression এর problem হয়।
Treatment
আমরা অনেকেই PCOD problem এর জন্য Dr এর কাছে যাই। Dr বিভিন্ন medicine এর দ্বারা আবার আমাদের শরীরের Female Hormone Production (Estrogen, Progesterone, FSH, LH) করান।তাতে আবার হয়তো Egg Mature হয় overy তে, period হওয়া start হয়। But curable treatment not done.
Without Medicine আবার Female Hormone Production বন্ধ হয়ে যায় ও Overy তে Egg Matureও বন্ধ হয়ে যায়।
[ This is not a natural process, this process is called suppression of symptom ]
Dr. metformin or glycophage medicine দেয়। তার ফলে Body আবার Insulin Sensitive হয়।Glucose শরীরে use হয়। Blood এ Insulin level কম হয়। কিন্তু এটি Medicine এর দ্বারা হয়। After stop medicine আমরা আবার আগের জায়গায় ফিরে যাই।
একমাত্র Diet ও Life style যদি ঠিক করা যায়, তাহলে PCOD পুরোপুরি ভাবে ঠিক হয়ে যায়।
* Period Regular হবে
* Body must be insulin sensitive
follow us on facebook DT.Sahelimondaldaswaytocure
follow us on intragram dt.sahelimondaldas
subscribe our our youtube channelwaytocure
follow our website:-waytocure
Comments
Post a Comment