covaccine or covidshield? which vaccine should be taken?
covaccine or covidshield ?কোন vaccine নেওয়া উচিত?
ভ্যাকসিন কি? ভেক্সিং হলো এমন একটি জিনিস যেটি কোন রোগের বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কোন রোগের ক্ষেত্রে এটি প্রযোজ্য তাই প্রত্যেক মানুষের ভ্যাকসিন নেওয়া উচিত।
আমাদের ভারতবর্ষে কর্নার জন্য সরকার দুটো ভ্যাকসিন প্রচলন করেছেন 1/covaxcine 2/covidshild
covidshield তৈরি করেছে অ্যান্ড্রোজেনিক এন্ড অক্সফোর্ড এবং সিরাম এই তিনটি ইনস্টিটিউট মিলে কোভিড ভ্যাকসিন শিম্পাঞ্জির এডিনো ভাইরাস থেকে তৈরি হয়েছে এই শিম্পাঞ্জি শরীরে ভাইরাস ইনফেকশন করার ক্ষমতা কমিয়ে আনা হয়েছে তার শরীরের বাইরে করোনার ভ্যাকসিন তৈরি করা হয়েছে অর্থাৎ আপনি যদি covodshild এর vaxcine নেন তাহলে আপনার শরীরের স্পাইট প্রোটিনের এন্টি বডি তৈরি হবে
covidshild এর মত রাশিয়ার স্পুটনিক veccin টি তৈরি হয়েছে এই vaccin টি শিম্পাঞ্জির এডিনো ভাইরাস এর বদলে মানুষের শরীরের এডিনো ভাইরাস ইনস্পেকশন করার ক্ষমতা কমিয়ে দিয়ে তার শরীরের বাইরে করোনা স্পাইক প্রটিন লাগিয়ে দেওয়া হয়েছে স্পাইক প্রোটিনের অ্যান্টিবডি তৈরি করা হয়েছে।
covaccin:- এটি কোভিড সিল্ড বা স্পুটনিক এর থেকে আলাদা ভ্যাকসিন তৈরি হচ্ছে আমাদের যে করোনাভাইরাস আমাদের শরীরে ইনফেকটেড হয়েছে করোনাভাইরাস এর মৃত সেল থেকে অর্থাৎ করোনাভাইরাসে মৃত সেল থেকে তার মৃত সেলফ এবং প্রোটিন দিয়ে covaxcine তৈরি হয়েছে। covaxcine নীলে আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে।
তফাৎ:- covidshild এর অ্যান্টি বডি তৈরি হওয়ার পরিমাণ covaxcine এর থেকে বেশি।
ডোজ:- ২ টো।
covidshild প্রথম ডোজ নেওয়ার পর 70% কাজ করা শুরু করে দেয়। 12 থেকে 16 দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হয় 85 থেকে 90% কাজ করে দ্বিতীয় ডিজে।
covxcine প্রথম ডোজ নেওয়ার পর 4 সপ্তাহ পর দ্বিতীয় ডোজ
দেওয়া হয় এর কাজ শুরু হয় চার থেকে 6 সপ্তাহ পর দেখা যায় 81%
80% suceses ফুল থাকলে 50% unsuceses full থাকে।
সরকারি কোন সংস্থা বা প্রাইভেট কোন সংস্থা থেকে আপনি যে ব্যক্তিটি পাবেন সেই ব্যক্তির নিয়ে নেওয়াই ভালো যদি কোনো মানুষের হাই ব্লাড প্রেসারে হার্টে কোন প্রবলেম, ডায়াবেটিস, সুগার, কেনসার থাকলে শুধু করো না কেন যে কোন ভিবারে করতে পারবে না তাই এই মানুষদের নিয়ে নেওয়া উচিত।
সাইটফেক্ট:- যেখানে vexcine দেওয়া হয় সেখানে জায়গাটা লাল হয়ে যায়,একটু ফুলে যায় normal symptoms কারোর ক্ষেত্রে 1-2 দিন জর,মাত্রা যন্ত্রণা,ডায়রিয়া,বমি।
Follow our Facebook page : Click our Facebook Chanel
Follow our Instagram page : Click our Instagram Chanel
Follow our website page :Click our website link
Click on this youtube link for watching this video
Comments
Post a Comment