Find out if parents are carriers of thalassemia, can a healthy child be born?
জেনে নিন মা বাবা থ্যালাসেমিয়া বাহক হলে কী সুস্থ সন্তান জন্ম দেওয়া যায়?
প্রী প্রেগনেন্সি সময় ডাক্তার অনেকগুলো টেস্ট দেয়।তার মধ্যে গুরত্বপূর্ন টেস্ট হলো HPLC।এই টেস্ট টি হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে।যদি কোনো মায়ের HPLC টেস্ট এ থ্যালাসেমিয়া কেরিয়ার বার হয় তাহলে তার সন্তানরেও থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে
থ্যালাসেমিয়া কী?
থ্যালাসেমিয়া হলো একটি রক্তের রোগ আমাদের মধ্যে RBC যেটা থাকে অর্থাৎ লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন এর কাজ হলো লাঞ্চের রক্তের টিসুর মধ্যে কার্বনডাই অক্সাইড আদান - প্রদান করা। লাঞ্চ হচ্ছে অক্সিজেন ফ্রেশ টিশু রূপান্তর করে ।রক্তে টিশুর যে কার্বন ডাই অক্সাইড লাঞ্চের সাথে নিশ্বাসের প্রশ্বাসের সাথে বের করে দেয়।
থ্যালাসেমিয়া হলো জীনগত ডিসঅর্ডার।যাদের পুরোপুরি থ্যালাসেমিয়া থাকে তাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন কম থাকে।তার জন্য অ্যানিমিয়ায় ভুগতে থাকে।
HPLC টেস্ট হলো তার BITA থ্যালাসেমিয়া এলো তার স্বামীরও থ্যালাসেমিয়া টেস্ট করা হলো।HBE ট্রেট এটাও একটি থ্যালাসেমিয়ার কেরিয়া ।কিন্তু তাদের মধ্যে কোনো উপসর্গ নেই।
মা ও বাবা দুজনেই যদি থ্যালাসেমিয়া কেরীয়া হয় বাচ্চার জন্ম কেরিয়ার হয় 50% বা পুরোপুরি থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিতে পারে।
CVS বলে একটু টেস্ট হয় প্রেগনেন্সির 9-12 সপ্তার মধ্যে বাচ্চার প্লাসান থেকে একটি টিসু নেওয়ার পর সেইটা পরীক্ষা করা হয়।মা বাবার যদি 1 টা জিন বাচ্চার মধ্যে থাকে তাহলে 10% যদি মা ও বাবা দুজনের জিন পেয়ে যায় তাহলে পুরোপুরি থ্যালাসেমিয়া অবশ্যই হবে।
12 সপ্তাহ হয়ে গেলে কোনো বাচ্চা এবর্ট করা যায় না। যা পরীক্ষা আছে সব 12 সপ্তাহ আগেই করে নিতে হবে ।
Follow our Facebook page : Click our Facebook Chanel
Follow our Instagram page : Click our Instagram Chanel
Follow our website page :Click our website link
Click on this youtube link for watching this video
Comments
Post a Comment